খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০৬:২৭ পি.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৫


অন্তর্বর্তী সরকারের মেয়াদে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

এছাড়া দেশের যেসব মেডিকেল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

সরকারি হাসপাতালে ১০ হাজার চিকিৎসক ও ১২ হাজার নার্সের সংকট রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘ডাক্তারদের কোনো দল থাকতে পারে না।’ এছাড়া তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার।

ডিপ্লোমা নার্সদের দক্ষ করে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিপ্লোমা নার্সদের জাপানে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, যা চট্টগ্রাম থেকে শুরু হবে।’

্রিন্ট

আরও সংবদ