খুলনা | সোমবার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চত্বরে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চত্বরে খুলনা হোমিওপ্যাথি ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সৈয়দ আবু সঈদের সভাপতিত্বে ফারুক হোসাইনের সঞ্চালনায় শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তারা বলেন. গত ১০ আগস্ট স্বাস্থ্য  মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোমিও চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবে না। সারাদেশে ৬৭টি হোমিওপ্যাথি ডিএইচএমএস কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এর তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন জাকিরুল ইসলাম, মানিক লাল চন্দ, মোঃ খায়রুল আলম, তারক চন্দ্র রায়, কাজী আব্দুল হান্নান, হাসানুজ্জামান, সেলিম হোসাইন, মোঃ দেলোয়ার হোসেন, শাহীন আহসান, গাজী আব্দুল আজিজ, আজহারুল ইসলাম, শেখ রেজোয়ান, সৈয়দ আবু নাসের, নিরঞ্জন কুমার অধিকারী, স্বপন দাশ, আজমল হোসেন, এসকে নাসির, মিহির কান্তি ও খাদিজা আক্তার প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ