খুলনা | সোমবার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩০ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে ইউএনও’র ত্বরিৎ হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। ১৩ বছর বয়সী ওই কিশোরী উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসায় পড়ালেখা করে। গত শুক্রবার রাতে উপজেলার নুরনগর ইউনিয়নের হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রী ওই কিশোরী শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হাবিবপুর গ্রামের রফিকুল ইসলাম ও মৃত আনোয়ারা বেগম দম্পতির মেয়ে। লোক জানাজানির ভয়ে পাশর্^বর্তী কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে নিয়ে বিয়ে সম্পন্নের চেষ্টা চালায় তার পরিবার।
হাবিবপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে আবুজার জানান শুক্রবার রাতে তার মাতৃহারা ভাগ্নিকে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয় ভগ্নিপতি রফিকুল। প্রশাসনের চোখ এড়িয়ে যেতে ও স্থানীয়দের কাছে বিষয়টি গোপন রাখতে বিকেলে মেয়েকে পরানপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। একপর্যায়ে রাত আটটার দিকে বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মেয়েকে আবারও বাড়িতে ফিরিয়ে আনা হয়। 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল­া জানান, বাল্য বিয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে মেয়েকে লুকিয়ে রাখলেও প্রশাসনের উপস্থিতির কারণে মেয়েকে সামনে এনে বিয়ে না দেয়ার অঙ্গীর করেছে তার পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, সময়মত খবর পাওয়ায় বিয়ে আটকানো সম্ভব হয়েছে। বাল্যবিয়ে রোধে সকলকে ভূমিকা রাখতে হবে। সময়মত খবর দিয়ে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি বাল্য বিয়ের কুফল অনুধাবন করে সবাইকে এগিয়ে আসতে হবে।

্রিন্ট

আরও সংবদ