খুলনা | সোমবার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

স্ত্রী আত্মীয়সহ চারজন গ্রেফতার

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক

নড়াইল প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


শেষ রক্ষা হলো না, ভেস্তে গেল ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। পুলিশের জালে ধরা পড়লেন কথিত ডিবি পুলিশের তুলে নেওয়া ইব্রাহিম মোল­া, তার স্ত্রী ইরানি খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলী। শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। 
তিনি বলেন গত ২ সেপ্টেম্বর নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামের ইব্রাহিম মোল­¬া (৩৮) কে ৩ জন ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে এই মর্মে অভিযোগ করেন ইব্রাহিম মোল­¬ার স্ত্রী ইরানি খাতুন। 
থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগে তিনি দাবি করেন তার স্বামীকে রাত ৩টার দিকে ৩ ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তার স্বামীর সাথে একটি জলমহলের ভোগদখল নিয়ে পূর্ব শত্র“তা ও হত্যা মামলা থাকায় প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তাকে তুলে নিয়ে গেছে। 
তিনি বলেন, সাজানো এই ঘটনার পরে প্রতিপক্ষকে ঘায়েল করতে উল্টো মানববন্ধনসহ প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের ও জিডি করার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে ইব্রাহিম মোল­¬ার পরিবার। স্ত্রী ইরানির আবেদনের প্রেক্ষিতে সদর থানায় একটি জিডিও করা হয়। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে নড়াইল জেলা পুলিশের সাইবার টিম একযোগে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোররাতে যশোর কোতোয়ালি থানার বকচর বিহারী কলোনি থেকে ইব্রাহিম মোল­¬াকে উদ্ধার করা হয়। ভিকটিম ইব্রাহিম তার ভায়রা ভাই ডালিম হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলো। পুলিশের জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করে জলমহল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে পরিকল্পনা করে স্বেচ্ছায় সে আত্মগোপন করে নাটক সাজায়। 
পরিকল্পিত এই অপহরণ নাটকের সহযোগী স্ত্রী ইরানি খাতুনসহ জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে ৫ সেপ্টেম্বর নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ওসি জানান মিথ্যা তথ্য দিয়ে পুলিশের হয়রানী এবং প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এস আই হায়াত মাহমুদ খান বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ