খুলনা | সোমবার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪৬ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক  নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট ৪৬ জনপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদে খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী ও যুবদল নেতা মোঃ আল মামুন জুয়েল। সহ-সভাপতি পদে ৮ প্রার্থী হলেন মোঃ সিরাজ আলী, হাসিবুর রহমান উজ্জল, বাচ্চু শেখ, রুহুল আমিন, মাসুদ মোড়ল, গোলাম রসুল লিটন, আওয়াল বেপারী ও  মোঃ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পথে ৮ জন প্রার্থী হলেন শেখ হুমায়ুন কবির বিল­াল, গোলাম কিবরিয়া, কাজী হাফিজুর রহমান, আজিজুর রহমান আজু, আব্দুর রব মুন্সী, মোঃ জাকির হোসেন, আল মামুন ও আজাদ বেগ বাবু, সহ-সাধারণ পদের ছয়জন প্রার্থী হলেন জামাল হোসেন, মোল­া আবুল কালাম আজাদ, আজাদ হাওলাদার, আজিবর রহমান, হাসান বেগ ও নাসির শেখ। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী হলেনঃ শওকাত মোড়ল, জাহিদ হোসেন, মোঃ মেহেদী হাসান বাপ্পী ও মোঃ শামীম। ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন মোঃ শাহাজান,  মিরাজুল ইসলাম, ওয়ালিউল­াহ ও নূর আলম। কোষাধ্যক্ষ পদে দুজন হলেন হাবিবুর রহমান ও মোঃ মোতালেব। প্রচার সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন আব্বাস তালুকদার ও নজরুল ইসলাম। ৩ জন সদস্য পদের বিপরীতে ১০ জন প্রার্থী হলেনঃ মোঃ পলাশ, মাসুম বিল­াহ, আল মামুন, আবু বকর সিদ্দিক স্বাধীন, মোঃ শাকিব, মোফাজ্জল হোসেন, নান্টু সর্দার, ইয়াসমিন ফারাজি, মোজাফফর হোসেন ও আবু বক্কর।
প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফুলবাড়িগেট বাজার কমিটির পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান বলেন, আমি চাই সবাইকে সাথে নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য। আপনারা সবাই এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। কেউ কোন হুমকি ধামকি এগুলো বিস্তার করার চেষ্টা করবেন না।  কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে চায়ের দোকানে, মোড়ে মোড়ে সমালোচনা না করে আমার কাছে লিখিত অভিযোগ পেশ করবেন। 
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল­া সোহাগ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে ইনশাআল­াহ। কোন পক্ষপাতিত্ব হবে না। দলীয় পদে থাকলেও নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবো। 
উলে­খ্য, দীর্ঘ দেড়যুগ পর ২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ১ হাজার ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে ছবি সম্বলিত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ