খুলনা | সোমবার | ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকাল থেকে খুলনার বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়। ঈদে মিলাদুন্নবী ঘিরে দিনভর আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল, হামদ ও নাত প্রতিযোগিতা। এ অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সাঃ) জীবনাদর্শের সঠিক অনুসরণ-অনুশীলনের ওপর বিশেষ আলোচনা করা হয়।
কেসিসি : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। 
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ইমাম পরিষদ খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান ও দারুল কুরআন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এহসানুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমানসহ কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ মুশফিকর রহমান।
কেকেবিএইউ : খুলনা খান বাহাদুর আহছান উল­া বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
সংশ্লিষ্ট কমিটির আহবায়ক ও প্রকৌশল অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কটটিচার প্রফেসর ড. গাজী আব্দুল­াহেল বাকী, সিএসই বিভাগের প্রভাষক ফয়সাল হাবিব রাইম এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
প্রেসক্লাব : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম নূর। 
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হেদায়েৎ হোসেন মোল­া, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন ও এস এম নূর হাসান জনি প্রমুখ।  
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য, আলমগীর হান্নান, মোহাম্মদ মিলন, এস এম আমিনুল ইসলাম, এসএম ইয়াসীন আরাফাত রুমী, মোঃ মাহফুজুল আলম সুমন, মোঃ বেল­াল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মোঃ হাসানুর রহমান তানজির, ইমাম হোসেন সুমন, মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক জিএম রাসেল, মোঃ নুরুল আমিন, ফটো সাংবাদিক শেখ মোঃ সেলিম, এম রোমানিয়া, খুলনা  বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী শায়লা রহমান, অর্পিতা ও সুমাইয়া হুদা রাত্রিসহ অন্যান্য সাংবাদিবৃন্দ।
হাজী কল্যাণ ফাউন্ডেশন : খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।  শুক্রবার  বিকেল সাড়ে ৫টায় নগরীর  সাউথ সেন্ট্রাল রোডস্থ ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাওলানা গোলজার হোসাইন। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহŸায়ক মোঃ নুরুল আমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মোঃ রেজাউল শেখ। 
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফরাজী, শেখ মু. সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, অধ্যাপক শিকদার রুহুল আমিন, আলতাফ হোসেন, ইফতেখার আলী, কে এম শাহাদাত হোসাইন, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন,  মিজানুর রহমান, এস এম এড. মনিরুজ্জামান, এড. শামীম মোশাররফ, ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, তরফদার তৈয়েবুর রহমান, কাজী কামরুল ইসলাম কচি, কাজী আব্দুস সেলিম, মেহেদী মাসুদ, সরদার আবু তাহের, আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, খান ওমর আলী, মোঃ মহিউদ্দিন, ডাঃ এন এম বাবুল, কেরামত আলী, হাফেজ নুরে আলম সিদ্দিকী নাফি ও  সাকিব আফতাব সুজন প্রমুখ।
মুসলিম লীগ : মহানগর ও জেলা মুসলিম লীগের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাবর আলী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজউদ্দিন সেন্টু, এস এম দাউদ ইসলাম, শেখ বাবর আলী, আব্দুলকাদের, দ্বীন মোহাম্মাদ, এম এম হাসান প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন-মাওলানা ফারুক হোসাইন।

্রিন্ট

আরও সংবদ