খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

রামপাল ও চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

রামপাল ও চিতলমারী প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন। সোমবার সকালে তাঁরা ঢাকা-মাওয়া-পিরোজপুর ও বাগেরহাট-চিতলমারী সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক কন্ধ করে দেন। অন্যদিকে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে রামপাল উপজেলাতে। 
কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। হরতাল চলাকালীন রাস্তায় কোন প্রকার যান চলাচল করেনি।  জরুরি পরিসেবার বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল।
সকাল ১০টায় কুনিয়া বাসস্ট্যান্ড মোড়ে পথ সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ^াস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, এড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাবে বাগেরহাট জেলাবাসীর সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। বাগেরহাট-১ আসনকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। বাগেরহাটে আসন যে ভাবে ছিলো, সেই ভাবে ফিরিয়ে দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ 
রামপাল : রামপালর উপজেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রামপাল নদীর খেয়া পারাপার, আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। 

্রিন্ট

আরও সংবদ