খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল কীটনাশকসহ আটক ২

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


বিষ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সুন্দরবনে ঢোকার সময় জেলে নামধারী দুই দুর্বৃত্তকে আটক করেছেন স্মার্ট প্যাট্রলিং টিমের বনক্ষীরা। রোববার রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 
আটক দুর্বৃত্তরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)। এদের কাছ থেকে একটি নৌকা, বেশ কিছু জাল এবং ৯ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে।  
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান একদল জেলে ছদ্মবেশী দুর্বৃত্ত বিষ (কীটনাশক) বহন করে নৌকা নিয়ে গোপনে বনে প্রবেশ করছে, এমন সংবাদ পান স্মার্ট টিমের সদস্যরা। পরে স্মার্ট টিমের টিম লিডার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা কীটনাশকসহ দুই জনকে আটক করে। এসিএফ রানা দেব জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামাল দিয়ে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ