খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

জমির ধান খাওয়াকে কেন্দ্র করে ঘুষি মেরে নারীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ডে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীকে নাকে ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় কাউকে আটক-গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারী হালদার জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে মিলন গোলদারের সাথে কথা কাটাকাটিসহ গন্ডগোল শুরু হয়। তখন মিলন গোলদার রেখা রানীকে এলোপাতাড়ি ঘুষি, কিল, মারে। এতে তিনি মারাত্মক জখম হন।  
তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং অচেতন অবস্থায় পড়ে আছে। নাড়াচাড়া করে দেখা যায় ঘটনাস্থলেই তার স্ত্রী রেখা মৃত্যু ঘটেছে। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও নির্মমভাবে মারধর করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

্রিন্ট

আরও সংবদ