খুলনা | বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ জমা দিলেন আবিদুল

খবর প্রতিবেদন |
১২:৫৭ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার বিকেলে শারীরিক শিক্ষা কেন্দ্রে এস এম হলের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুপুরের পর থেকে বিভিন্ন কেন্দ্রে কারচুপির খবর পাওয়া গেছে। অমর একুশে হল এবং রোকেয়া হল ঘুরে তিনি নিজেও এর প্রমাণ পেয়েছেন বলে জানান।
আবিদুল বলেন, সকাল থেকে অনেক পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে প্যানেল শিট বিতরণেও বাধা দেওয়া হয়েছে। রোকেয়া হলে এক নারী প্রার্থীকে শুধু কোড নম্বর বিতরণের কারণে এক শিক্ষক ছাত্রত্ব বাতিলের হুমকি দেন এবং নিজেই শিবিরের লিফলেট বিতরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “কারচুপির ঘটনায় প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
একইসঙ্গে, ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনায় তিনি শোক প্রকাশ করেন।
আবিদুল দাবি করেন, শিবিরের কারচুপির বিষয়ে প্রশাসনের কাছেও প্রমাণ রয়েছে। তিনি বলেন, “যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না।
এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
তিনি বলেছেন, যদি ভোট গণনাতে বিন্দুমাত্র কারচুপির চেষ্টা করা হয়, যদি শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার দমন করার অপচেষ্টা হয়, শিক্ষার্থীরা তা প্রতিরোধ করবে।

্রিন্ট

আরও সংবদ