খুলনা | বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

সিনেটের সামনে ডাকসুর ফলাফল ঘোষণার সিদ্ধান্ত, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থী ও প্রার্থীরা। এবারের নির্বাচনের ফলাফলগুলোর মধ্যে ৮টি কেন্দ্র থেকে হল সংসদের ফলাফল ও সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হবে ঢাবির সিনেট ভবনের সামনে থেকে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

ভোট গ্রহণ শেষে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ফল ঘোষণা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিনেট ভবনে জায়গা সংকুলান না হওয়ায় ভবনের সামনে থেকে ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মধ্যরাতে সিনেট ভবনের সামনে হাজার হাজার শিক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

্রিন্ট

আরও সংবদ