খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

খুবিতে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম রিসার্চমেট’র সহযোগিতায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। 
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে প্রতিটি ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে, যারা গবেষণামূলক কর্মকান্ডে শিক্ষকদের সহায়তা করবেন এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। 
কি-নোট স্পিকার বক্তৃতা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক মোঃ আজিম। তিনি গবেষণা প্রক্রিয়া, তথ্য বিশ্লেষণ এবং গবেষণায় আধুনিক টুলস ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে অনুুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন সম্পদ।
সেশনের পরে চয়ন বকশিকে সভাপতি ও গৌড় মুন্ডাকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সদস্য বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ