খুলনা | বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসুর ৮ হলের ফলাফলে শিবিরের সাদিক-ফরহাদ এগিয়ে

খবর প্রতিবেদন |
০৪:৪৭ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৫


এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে ৮টি হলের ফলাফল জানা গেছে। ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭২১৩ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩৫৪৩ ভোট।

রাত পৌনে ২টা থেকে কেন্দ্রগুলো থেকে হল সংসদের ফলাফল ও কেন্দ্রীয় ডাকসুর পৃথক ফল ঘোষণা শুরু হয়।

ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।

এছাড়া, সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।

শহীদুল্লাহ হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯, উমামা ফাতেমা ১৪০, শামীম হোসেন ১৬১, আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৭৭৩, মেঘ মল্লার বসু ১২৫, আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

শামসুন নাহার হলে ডাকসু ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম ১১১৪ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ৪৩৪; উমামা ফাতেমা ৪০৩; শামীম হোসেন ৪১২; আবদুল কাদের ৫৯ ও বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন। জিএস পদে এসএম ফরহাদ ৮১৪; মেঘ মল্লার বসু ৫১৭; আবু বাকের মজুমদার ১৩২ ও তানভীর বারী হামীম ৩১২ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে ডাকসু ভিপি পদে আবিদুল ইসলাম ১২৭৬, সাদিক কায়েম ১০, আব্দুল কাদের ২১, শামীম হোসেন ১৭১, উমামা ফাতেমা ২৭৮ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫, বাকের ২৭, আরাফাত ১৬৯, মেঘমল্লার বসু ১১৭০, হামীম ৩২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭, আশরেফা ১৪, মায়েদ ১১০৭, তাহমীদ ৬৪ ও জুবেল ২৪২ ভোট পেয়েছেন।

রোকেয়া হল থেকে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ১৪৭২, উমামা ৬১৪, আবিদুল, ৫৭৫, শামীম ৬৮৪ ভোট। জিএস পদে এসএম ফরহাদ ১১২০, আরাফাত ৬৬৪, হামীম ৪৪৭, বাকের ২৪১ ভোট। এজিএস পদে মায়েদ ৪৭৪, আশরেফা ৯৩, মহিউদ্দিন খান ১২২৪, জুবেল ২৪৯ এবং এ্যানি ২১১ ভোট।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬, আবিদুল ইসলাম ৩১৪, আব্দুল কাদের ৮৭, উমামা ফাতেমা ৯৬। জিএস পদে আরাফাত ২২০, ফরহাদ ৬৭০, হামিম ৪০৯, মেঘমল্লার বসু ১৪০, বাকের ৮৯। এজিএস পদে মহিউদ্দিন খান ৭০৪, মায়েদ ২৮৭, আশরেফা ৩২ ও তাহমিদ ১৮৩ ভোট।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ