খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

বিটিভি’র নতুন কুঁড়ি সফলে এবার খুলনায় ব্যাপক প্রস্তুতি

তথ্য বিবরণী |
১২:০৭ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার বিকালে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতার আহŸান জানান। যার যার দায়িত্ব ইতিবাচকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জানানো হয়, এ পর্যন্ত খুলনা-১ অঞ্চলে এক হাজার ৭৬৪জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। ১২টি বিষয়ভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ : অভিনয় বিভাগ : অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ : সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সঙ্গীত বিভাগ : দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত ও হামদ-নাত। আঞ্চলিক ক্ষেত্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাৎক্ষণিক উপস্থিত প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ রাখা হবে। অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক মেডিকেল বুথ থাকবে। খুলনা-১ অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উলে­খ্য, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

্রিন্ট

আরও সংবদ