খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

দিঘলিয়ায় শায়েখে চরমোনাইর সম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত্বব্য ওলামা সুধী সম্মেলন শুরু হবে আগামীকাল শুক্রবার বিকেল ২টায়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাঃ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
এদিকে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে  ১০ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর দিঘলিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে  সংবাদ  সম্মেলন  করেন সম্মেলন বাস্তবায়ন কমিটি। পরিষদের উপজেলা শাখার সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি আজিজুর রহমান সোহেল এবং সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা সাজু বলেন সকল ইসলামী শক্তি গুলোকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের সেই লক্ষ্য পূরণে এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইমাম পরিষদসহ সকল ইসলামী দল ও ভাবধারার আলেম-ওলামাদেরকে এই সম্মেলনে আহŸান করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা আসাদুল­াহ, হামিদী মুফতি ইউসুফ আলী, মাওলানা তাজ উদ্দিন রফিকুল ইসলাম এসকান্দার মাওলানা গিয়াস উদ্দিন মাওলানা মোহাঃ মহিউদ্দিন ওসমানী মাওলানা মহসিন উদ্দিন মুফতি হোসাইন আহমেদ। 
তাছাড়া সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে  উপজেলা জুড়ে মাইকিং পোস্টারিং করা হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও  সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় ও সমাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে দাওয়াত পত্র পৌঁছানো হয়েছে ।
তাছাড়া ১০ সেপ্টেম্বর বুধবার পুরো উপজেলা জুড়ে শতাধিক মোটরসাইকেল এর বহর নিয়ে  বিশাল  মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়েছে। সকাল দশটা থেকে দিঘলিয়া উপজেলা চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে দৌলতপুর এর  খেয়াঘাট বাজার সেনহাটি বাজার  বাজার, চন্দনী মহল বাজার, পথের বাজার, বানরঘাট বাজার, দিঘলিয়া বাজার, বারাকপুর বাজার, আড়ুয়া ফেরিঘাট বাজার, কামারগাতি ফেরি ঘাট বাজার, লাখোয়াটি বাজার, হয়ে দিঘলিয়া এসে মোটরসাইকেল শোডাউন শেষ হয়। 
মোটরসাইকেল শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,জাতীয শিক্ষক ফোরাম উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।  

্রিন্ট

আরও সংবদ