খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

খুলনা জননিরাপত্তা ট্রাইব্যুনালে বিচারক সাবেরা সুলতানার যোগদান

নিজস্ব প্রতিবেদক |
০১:৩২ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক হিসেবে যোগদান করেছেন সাবেরা সুলতানা খানম। এর আগে তিনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানলে কর্মরত ছিলেন। তিনি ২০০৬ সালের ১৫ মার্চ সহকারি জজ হিসেবে চাকুরিতে যোগদান করেন এবং ২০২১ সালের ২৭ জুন জেলা জজ হিসেবে ময়মনসিংহে স্পেশাল জজ হিসাবে যোগদান করেন। গতকাল বিচারক সাবেরা সুলতানা খানমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম মাহফুজুর রহমান মফিজ।
এ সময় উপস্থিত ছিলেন এপিপি শেখ কবিরুল ইসলাম সাগর, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাবর আলী, নাজির মোঃ ইলিয়াস শেখ, উচ্চমান বেঞ্চ সহকারী ছায়েদুজ্জামান শাহিন, স্টোনো মোঃ ফরহাদ হোসেন, হিসাবরক্ষক আমিনুর রহমানসহ আদালতের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ