খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

৩১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সভা

আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। তাই এ নির্বাচনে দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হয়ে অংশ নিতে হবে। দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিলো। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে জনগণের ঐক্যই হবে মূল শক্তি।
বুধবার সন্ধ্যায় তার রাজনৈতিক কার্যালয়ে ৩১নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তুহিন আরও বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য খুলনা মহানগরীর সকল নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে এবং নির্বাচনে জনগণকে কেন্দ্রে এনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে। নির্বাচন বানচালের সব ধরনের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের ঐক্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচন হবে এই দেশের মানুষকে মুক্ত করার নির্বাচন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল নানাভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা ভোটাধিকার কেড়ে নিতে এবং জনগণকে বিভ্রান্ত করতে অপতৎপরতা চালাচ্ছে। তাই এ মুহূর্তে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 
সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কে এম হুমায়ূন কবির, মোঃ নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন মাস্টার, আমিন আহমেদ, এ কে এম সেলিম, মঈনুল ইসলাম কিরণ, হুমায়ুন কবির চৌধুরী, কাজী জলিল, বাবুল রানা, আসাদুজ্জামান আসাদ, ইয়াকুব পাটোয়ারী, মখলেসুর রহমান, মন্টু, জামাল উদ্দিন ভুট্টো, আবু সায়েম উদ্দিন, জাহেদা আক্তার জুথি, নাসিমা আক্তার প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ