খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

রুদাঘরায় বিএনপি আয়োজিত জনসভায় লবি

উন্নয়ন বঞ্চিত ডুমুরিয়াকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, আমি এই ডুমুরিয়ার সন্তান, আপনাদের সকলের সাথে আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে বিগত দিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনো গ্রাম থেকে গ্রামে যাতায়াতের জন্য জন্য নৌকা ব্যবহার করতে হয়। রাস্তা ঘাট এতোটাই অনুন্নত যে আপনারা পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারছেন না। ঘনবসতি অঞ্চল হিসেবে পর্যাপ্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির নাই। ডুমুরিয়াকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। 
বুধবার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি সৈয়দ রেহেনা ঈসা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর জাসাসের আহবায়ক নুর ইসলাম বাচ্চু, ইউপি সদস্য মোল­া আবুল কাশেম, নিতাই গাইন, সুভাস বৈরাগী, রফিক মীর, খোরশেদ মোড়ল, আইয়ুব মাস্টার, শেখ জহুরুল ইসলাম, আশরাফ হোসেন, রফিক মীর, হুমায়ুন কবির, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, শেখ আহফাজ উদ্দিন, শাহাবুদ্দিন সরদার, দ্বীন মোহাম্মদ, জিয়া গাজী, খান আসাদুজ্জামান মিন্টু, সাদ্দাম হোসেন মোল­া, মোফাজ্জল শেখ, সাদ্দাম শেখ, আমিনুল সরদার, তৈয়বুর শেখ, ইউপি সদস্য পারুল বেগম, কুদ্দুস খান, রাবেয়া বেগম, সফি সরদার, শাজাহান ফকির, বিউটি বেগম, কুলসুম বেগম ও রবিউল শেখ প্রমুখ।
আলী আজগর লবী খর্নিয়া ইউনিয়নের একাধিক মসজিদ মাদ্রাসা ও মন্দিরে পরিদর্শন করেন, এবং তিনি ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
সিংঙ্গা স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় তিনি খর্নিয়া ইউনিয়নে দু’টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। 

্রিন্ট

আরও সংবদ