খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

সারা দেশেই অপরাধ বাড়ছে লাগাম টানুন সহিংসতার

|
১২:০৬ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৫


দেশের নানা প্রান্তে সহিংসতা, হত্যাকাণ্ড ও অপরাধ উদ্বেগজনক মাত্রা নিয়েছে। প্রকাশিত সা¤প্রতিক কিছু প্রতিবেদন আমাদের সমাজের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। রাজধানী ঢাকাসহ কিশোরগঞ্জ, নরসিংদী, ঠাকুরগাঁও, মাগুরা জেলার খুন, হামলা ও সহিংসতার ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সমাজের গভীর ক্ষত ও অবক্ষয়ের প্রতিফলন। প্রতিবেদনে দেখা যায়, বেশির ভাগ ঘটনার পেছনে রয়েছে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ; যেমন- অর্থ লেনদেন, পারিবারিক কলহ বা আধিপত্য বিস্তার।
নরসিংদীতে কৃষক হত্যা, কিশোরগঞ্জে ব্যবসায়ী খুন কিংবা এ জাতীয় অন্যান্য অপরাধ প্রমাণ করে যে মানুষের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার অভাব কতটা বেড়েছে। খোদ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব জননিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদপুরে এক যুবকের পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এসব গ্যাং মাদক ও চাঁদাবাজির পাশাপাশি প্রকাশ্য সন্ত্রাসেও জড়িত।
দিনের বেলায় একজন ব্যবসায়ী ২০ লাখ টাকা পরিবহনের সময় ছিনতাইকারীর কবলে পড়েন এবং তাঁর কর্মচারী গুরুতর আহত হন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এখন শুধু রাজধানী বা বড় শহরগুলোতে সীমাবদ্ধ নেই। দিনের পর দিন কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা, ছিনতাই ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, যা স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
সমাজের প্রতিটি স্তরে অবক্ষয় ছড়িয়ে পড়েছে। পারিবারিক মূল্যবোধের অভাব, বেকারত্ব, হতাশা এবং দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধীদের আরো বেপরোয়া করে তুলছে। যখন একজন যুবককে চুরির অপবাদে কুপিয়ে হত্যা করা হয়, তখন তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং বিচারহীনতার এক ভয়ংকর উদাহরণ। এই সহিংসতা রুখতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা শাস্তি থেকে বাঁচতে না পারে।
একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে মানুষের মধ্যে নৈতিকতা, সহমর্মিতা ও সহনশীলতা বৃদ্ধির জন্য। কিশোর গ্যাংয়ের মতো সমস্যা মোকাবেলায় পুলিশকে আরো কঠোর হতে হবে এবং পাশাপাশি যুবকদের জন্য গঠনমূলক কার্যক্রমের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে।
এই ঘটনাগুলো কেবল সংবাদ নয়, আমাদের সমাজের ভয়ানক পরিণতির ইঙ্গিত। যদি আমরা এখনই সজাগ না হই, তবে এই সহিংসতা আরো ভয়ঙ্কর রূপ নেবে। এটি রুখতে এখনই আমাদের সবাইকে সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

্রিন্ট

আরও সংবদ