খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

অস্ত্র ও গুলিসহ ২ সহযোগী আটক

সুন্দরবনের বনদস্যু রাঙা বাহিনীর কবল থেকে অপহৃত ৯ জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি |
০৫:১৩ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৫


সুন্দরবনের দুর্ঘর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এসময় তাদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপনের দাবীতে অপহৃত ৯ জেলেকে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, দীর্ঘ তিন মাস পর সুন্দরবনকে খুলে দেয়া হলে এবং চলতি ইলিশ মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সুন্দরবন জুড়ে বেপরোয়া হয়ে উঠছে বেশ কয়েকটি বনদস্যু গ্রুপ। সক্রিয় দস্যু বাহিনীর মধ্যে রয়েছে আসাবুর, করিম শরীফ, ছোট সুমন, বড় সুমন, জাহাঙ্গীর, ছোট জাহাঙ্গীর ও বনদস্যু রাঙা সহ বেশ কয়েক বনদস্যু বাহিনী। তাদের প্রতেকর বাহিনীর সক্রিয় সদস্যও রয়েছে অনেক, রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও।  

কোস্ট গার্ড গোপন তথ্যের ভিক্তিতে জানতে পারে সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে মুক্তিপনের দাবীতে জিম্মি করে রাখে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা। জেলে অপহরনের এমন খবরে শুক্রবার ১২ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোন’র সদস্যদের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। বনের ওই এলাকায় পৌছালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বনদস্যু রাঙা বাহিনীর দুই সহযোগীকে আটক করে। পরবর্তীতে সেখানে তল্লাশী করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড ফাঁকা গুলি ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্র জব্দ করে কোস্ট গার্ড। এসময় দস্যুদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয় অপহৃত ৯ জন জেলেকে। 
আটক দস্যুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাঙা বাহিনীর সহযোগী নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০) দীর্ঘদিন যাবৎ বনদস্যু রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো বলে জানায় কোস্ট গার্ড। আটক দস্যুরা বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর খুলনা জেলার দাকোপ এলাকা থেকে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করে তারা। পরে নদীতে মাছ ও কাকড়া আহরণ শেষে বাড়ির ফেরার সময় বনদস্যু রাঙ্গা বাহিনী সদস্যরা তাদের জিম্মি করে। দীর্ঘ চার দিন আটক রাখার পর জন প্রতি দুই লক্ষ টাকা করে মুক্তিপনের দাবী করে বনদস্যু রাঙা বাহিনী। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। পরে গিয়ে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড বেইজ দ্বিগরাজে নিয়ে আসে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করে উদ্ধারকৃত জেলেদের। আর আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লে. মোঃ তানভীর উদ্দিন প্রান্ত জানান, গত ৬ সেপ্টেম্বর সুন্দরবনের ছোট পদ্মা খাল এলাকা থেকে বনদস্যু সুমন বাহিনীর ৪ সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও গুলী সহ আটক করা হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের ৰমন অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় এ কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ