খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

দিঘলিয়ায়া ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা ও সুধী সম্মেলন

দিঘলিয়া প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে  ওলামা ও সুধী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার উপজেলা সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে  অনুষ্ঠিত ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শয়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওঃ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি  অধ্যাপক মাওলানা আব্দুল­াহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী সভাপতি মুফতি আমানুল­াহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল­াহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি মাওলানা মুফতি গোলামুর রহমান। 
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মুফতি আব্দুল মান্নান ওসমানী, মাওলানা আসাদুল­াহ হামিদী, মুফতি নাঈম আশরাফ, মুফতি ইয়াকুব বিন ইব্রাহীম, মাওলানা শেখ আশরাফুল করিম, মুফতি বেলাল হোসাইন সাফী, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি হুসাইন, হাফেজ মাওলানা মহিউদ্দীন ওসমানী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ