খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

ফুলতলার দামোদর মসজিদের খাটিয়ার মধ্য থেকে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

ফুলতলা প্রতিনিধি |
০১:৪১ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


ফুলতলার দামোদর কারিকর পাড়ার বাইতুন নূর মসজিদের খাটিয়ার মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পুরাতন কাপড়ে মোড়ানো ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি ও ১টি পিস্তল উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টায় দিকে অভিযান চালানো হয়। 
পুলিশ জানায়, ওই মসজিদের মুয়াজ্জিম আলতাপ গাজী শুক্রবার দুপুরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় বারান্দায় লাশ বহনের কফিন বক্সের উপর পুরাতন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল দেখতে পায়। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  ম্যাগজিনসহ ২ রাউন্ড ও ১টি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ