খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

দিঘলিয়ায় সুধী সমাবেশে শায়েখ চরমোনাই

আলেমরা ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম বলেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবে না। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এবং  মানুষের অধিকার নিশ্চিতকরণে ইসলামী শক্তিকেই  রাষ্ট্র ক্ষমতায় আনতে আলেমসমাজকে অগ্রণী  ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন দেশের সকল শ্রেণি আলেম ওলামা ও ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  
শুক্রবার বিকেল ৩টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন 
মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে মোহাম্মদ নুরুল হুদা সাধুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে মুফতি সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, খুলনার আলেম-ওলামা যে ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সেটা সারাদেশের মানুষের কাছে প্রশংসার দাবি রাখে। এখানে চরমোনাই, জামায়াত, হেফাজত, খেলাফতসহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে শক্তি  সঞ্চার করে  ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। 
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিলো একটি সুন্দর দেশ গড়া, যেখানে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা নতুন রাজনৈতিক চর্চা এবং একটি নতুন সংবিধান দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আজও  দুর্নীতি, দুঃশাসন ও চাঁদা বাজী  রাজনীতি দেখতে বাধ্য হচ্ছি।
শায়েখে চরমোনাই বলেন, আমরা ২০০৮ সাল থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলও এই পদ্ধতির পক্ষে একমত হয়েছে, যখন দেশের  মুষ্টিময়  কিছু ও দল জনগণের সামনে পিআর পদ্ধতির অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। 
মুফতি  ফয়জুল করিম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই, তবে সেটি পুরাতন পদ্ধতিতে নয়, আধুনিক পদ্ধতিতে। বিশ্বের ৯১টিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলে দাবী করেন তিনি। শায়েখে চরমোনাই খুলনা-৪ আসনের বিজয়ী ছিনিয়ে আনতে ওলামায়ে কেরামের প্রতি জোর আহŸান জানান। 
বিশেষ অতিথি বক্তব্য নায়েবী আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল­াহ ইমরান, খুলনা মহানগর শাখা সভাপতি মুফতি আমানুল­াহ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার, জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শেখ আব্দুল­াহ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
মুজাহিদ কমিটির জেলা শাখা সদর মুফতি ফরিদ আহমেদ, হেফাজতে ইসলাম খুলনা মহানগর সেক্রেটারি মুফতি গোলামুর রহমান ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল­াহ হামিদী, সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, জামায়াতের দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, খেলাফত মজলিস দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন ইমাম পরিষদ দিঘলিয়া উপজেলার সভাপতি মুফতি আহমদ উল­াহ, সেক্রেটারি মুফতি নাঈম আশরাফ, আইম্মা পরিষদ উপজেলার সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান ওসমানী, মুফতি আব্দুল কাদের, মুফতি ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মুফতি গোলাম রহমান সহ-সাধারণ সম্পাদক মাওলানা জমিরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন ওসমানী, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ শেখ মুহিবুল­াহ, মাওলানা রফিকুল ইসলাম এসেকেন্দার, মাস্টার হাফিজুর রহমান আবু জাফর বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল­া, মাওলানা শহিদুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম মাওলানা মোক্সেন আলী ও কারী হেলাল উদ্দিন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ