খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

জুম্মার নামাজ আদায়ের পূর্বে তুহিন

আওয়ামী দোসররা জনগণের ভোটাধিকার সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চক্রান্তে লিপ্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে এখনো আওয়ামী দোসররা সক্রিয় রয়েছে। তারা নানা ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দোসররা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চক্রান্তে লিপ্ত। শুক্রবার নগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা হাজী আঃ মালেক দারুস সালাম জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসলি­দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন, মাদক এখন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রতিটি পাড়া-মহল­া থেকে মাদক নির্মূল করতে হবে। তরুণদের রক্ষা করতে না পারলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। যুব সমাজই আমাদের আগামী দিনের সম্পদ। কিন্তু মাদকের ছোবলে তারা বিপথে চলে যাচ্ছে। এ পরিস্থিতি রুখতে বিএনপি জনগণকে সাথে নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবে। সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণকে সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। তুহিন আওয়ামী দোসরদের অপতৎপরতা রুখে দিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময়ে স্থানীয় বিএনপি নেতা গাজী আফসার উদ্দিন, আমিন আহম্মেদ, বাবুল রানা, একেএম সেলিম, আসাদুজ্জামান, মোকলেস, জাকির, বাবুল, দুলাল, বেল­াল, তানজিল, ইয়াকুব,মিজান ও রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ