খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

অস্ত্রসহ গ্রেফতার হরিঢালী ইউপি চেয়ারম্যান রাজু কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু (৪৫) তার ব্যবহৃত প্রাইভেট কার ও একটি বিদেশি অস্ত্রসহ আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রফিক উদ্দিন সরদারের ছেলে।
এ ব্যাপারে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে চেয়ারম্যান রাজুসহ তার ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। আটকের পর তাকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেন।
 

্রিন্ট

আরও সংবদ