খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

নগরীতে যানজট নিরসনে কেএমপির সামনে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের মানববন্ধন ২০ সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


খুলনা নগরীকে যানজটমুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আগামী ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় কেএমপি’র সামনে (গ্লাক্সোর মোড়) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ খুলনার আয়োজক। গতকাল শনিবার দুপুর ১২টায় স্থানীয় হোটেল গোল্ডেন কিং-এ সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বলা হয় ২০২৩ সালে নগরীতে নিবন্ধীত থ্রীহুইলার ও অটোরিকশার সংখ্যা ছিল ২৫৯০। ২০২৪ সালে নবায়িত লাইসেন্সের সংখ্যা ৬৮৯০।  এখন নগরীতে অর্ধলাখ ইজিবাইক চলাচল করছে। অনুমোদনহীন, ভুয়া স্টিকার ও নকল কাগজে চলা এই ইজিবাইক সমূহ ও এর চালকেরা উভয়েই নগর যানবাহন ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। যানজটমুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়ার আহবান জানিয়েছেন।
নাগরিক নেতা সরদার আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা অংশ নেন শেখ জাহিদুল ইসলাম, এসএম আবু হারুনার রশিদ, সিরাজউদ্দিন সেন্টু, প্রাণি প্রেমিক এস এম সোহরাব হোসেন, শেখ আইনুল হক, মোঃ জামাল মোড়ল, এড. আলমগীর হোসেন খান, জিএম রেজাউল ইসলাম, এম এম হাসান, মোঃ দাউদ ইসলাম। উপস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
 

্রিন্ট

আরও সংবদ