খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

খুবিতে টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির উদ্যোগে ডিভিশনাল কনফারেন্স অব ইয়ুথ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির উদ্যোগে ডিভিশনাল কনফারেন্স অব ইয়ুথ (DCOY) অনুষ্ঠিত হয়েছে, গতকাল শনিবার। এই কনফারেন্সটি স্থানীয় ইয়ুথ কনফারেন্স (LCOY) বাংলাদেশ ২০২৫-এর অংশ, যা ইয়ুঙ্গো (YOUNGO)– ইউএনএফসিসিসি (UNFCCC)-এর অফিসিয়াল যুব কাঠামোর অধীনে আয়োজন করা হচ্ছে।
ডিকয় মূলত তরুণদের নেতৃত্বে পরিচালিত সংলাপ, যেখানে বিশেষ করে প্রতিবন্ধী তরুণদের জলবায়ু শাসন, নীতি প্রণয়ন ও কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশে ক্রমবর্ধমান জলবায়ু প্রভাবের কারণে প্রান্তিক জনগোষ্ঠীসহ প্রতিবন্ধী ব্যক্তিরা বৈষম্যমূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শাসনের গুরুত্ব এই কনফারেন্সে বিশেষভাবে আলোচিত হয়।
সকালে ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, Kc30-G ব্র“ জোন সরকারি আলোচনার স্থান হলেও গ্রিন জোনের প্রাণ হলো যুবসমাজ। এখানেই জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের প্রকৃত গল্পগুলো উঠে আসে। আশাহীনতার মাঝেও যখন যুবসমাজ কণ্ঠ তোলে, তখন সেই কণ্ঠই নতুন আশার সঞ্চার করে।
বিশেষ অতিথি ছিলেন বনহিশিখার ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ডিরেক্টর আনিকা করিম, আইসিসিসিএডি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া বিনতে সেলিম সুধা এবং সিক্টো বাংলাদেশের ফাউন্ডার ও ডিরেক্টর মোঃ মাহাবুল আলম। কনফারেন্সের সভাপতিত্ব করেন টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত জাহান জুহি।
বক্তারা বলেন, বিভাগীয় পর্যায়ে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী যুবকদের জলবায়ু সংলাপে সম্পৃক্ত করা, জাতীয় যুব জলবায়ু বিবৃতির জন্য স্থানীয়করণ ও প্রতিবন্ধী বান্ধব সুপারিশ সংগ্রহ, জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য রূপান্তর ও এনডিসি নিয়ে যুবকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী যুব সংগঠন, সিভিল সোসাইটি ও জলবায়ু সংগঠনের মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করাই এ কনফারেন্সের প্রধান লক্ষ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কনফারেন্স থেকে বিভাগীয় পর্যায়ের একটি সুপারিশমালা প্রণীত হবে, যা জাতীয় যুব বিবৃতিতে প্রতিফলিত হবে। একইসাথে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু নীতি ও দুর্যোগ প্রস্তুতির পক্ষে যুব অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়বে এবং প্রতিবন্ধী অধিকার সংগঠন, যুব নেটওয়ার্ক, সিএসও ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।
 

্রিন্ট

আরও সংবদ