খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

যশোরের একাধিক সীমান্তে অভিযান

মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


যশোরের একাধিক সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল আইসিপি এবং চৌগাছার আন্দুলিয়া বিওপি’র বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কীটকাশক, ওষুধ, বাইসাইকেল, শাড়ী এবং পোশাক সামগ্রী আটক করেছে। শনিবার সকাল-সন্ধ্যার অভিযানে এ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। যার সিজার মূল্য ২৭ লাখ ২২ হাজার ৯০০ টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান জব্দকৃত পণ্য বেনাপোল এবং যশোর কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ