খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

দুপুরে দাওয়াত খাইয়ে রাতে যুবলীগ নেতাকে গ্রেফতার, ওসি ক্লোজড

খবর প্রতিবেদন |
০১:০৯ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম স্থানীয় এক যুবলীগ নেতাকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর পরে রাজনৈতিক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা থেকে রেহাই পেতে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর পরেও রক্ষা হলো না ওসির। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ক্লোজড (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা ওসি পারভেজ আহমেদ সেলিম থানার ভেতরে নিজ উদ্যোগে মাসিক ভোজসভার আয়োজন করেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই ভোজ সভায় নিমন্ত্রিত ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। 
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকে থানার ভেতর আমন্ত্রণ করে খাওয়ানোর ছবি ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।
পরে সমালোচনার মুখে শনিবার ভোররাতে নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারীকে গ্রেফতার দেখায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওসি নিজের দায় এড়াতে এবং সমালোচনা ঠেকাতে রাতারাতি এই গ্রেফতারের নাটক সাজান।
ওসি পারভেজ আহমেদ সেলিম তখন দাবি করেছিলেন, মোক্তার বেপারী বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় ছিলেন এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। তবে এই ব্যাখ্যায় স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে আমাদের তদন্ত চলছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ