খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ ভাদ্র ১৪৩২

তফসিল ঘোষণা : ১৪ ও ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা

১৬ বছর পর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে দিঘলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলন, তৃণমূলে উৎসাহ-উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


আগামী ২২ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠেয় হবে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া দিঘলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনকে সফল করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।দিঘলিয়া উপজেলার সদর (দিঘলিয়া) ইউনিয়ন পরিষদে অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গতকাল শনিবার বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে তফসিল ঘোষণা ও মতবিনিময় সভায় এসব তথ্য জানান খুলনা জেলা বিএনপি’র নির্বাচন কমিশনার এড. চৌধুরী সবুর। 
এর আগে দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 
এড. চৌধুরী সবুর বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। ১৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২২ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিঘলিয়া উপজেলার সদর (দিঘলিয়া) ইউনিয়ন পরিষদে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফল। উপজেলা বিএনপি’র ৪টি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি,  সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
তিনি বলেন, ২২ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে উপজেলা বিএনপি’র সম্মেলন শেষ হবে বলেও আশা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার এড. মোঃ হাবিবুর রহমান মালী, এড. জি এম মাসুদ করিম, এড. মোঃ তাফছিরুজ্জামান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন, বেল­াল হোসেন, আবুল কালাম আজাদ, মোল­া নাজমুল হক, মোল­া মনিরুজ্জামান, শেখ মোসলেম হোসেন, খন্দকার ফারুক হোসেন, জাসেদ কবির জুয়েল, আব্দুল­া আল মামুন নিপু, মুকিত মীর, সেলিম রেজা প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ