খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

মাগুরায় বাসের চাকায় পিষ্টে পুলিশ সদস্য নিহত

মাগুরা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে।
নিহত ফজলুর রহমান (৭০) শহরের পিটিআই পাড়া এলাকার মৃত তরিকুর রহমানের সন্তান। বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  আইয়ুব আলী।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সাইফুল খান জানান, একতা কাঁচা বাজার মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী এক যাত্রীবাহী বাস ফজলুর রহমানকে ধাক্কা দেয়। এরপরই চালক বাসসহ পালিয়ে যায়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  আইয়ুব আলী বলেন, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের এক বাস ধাক্কা দিয়ে ফজলুর রহমানকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, ঘাতক বাসটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে

্রিন্ট

আরও সংবদ