খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ ভাদ্র ১৪৩২

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড, স্ত্রী-মেয়ের কারাদন্ড

খবর প্রতিবেদন |
০১:০৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৫


সিরাজগঞ্জের উল­াপাড়া উপজেলার সলঙ্গা থানায় বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাহবুবুর রহমান এ রায় দেন। একই মামলায় নিহতের স্ত্রী রেনুকা বেগম ও মেয়ে ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. আব্দুল লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোররাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও মেয়ে ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পারিবারিক দ্ব›েদ্বর জের ধরে এই হত্যার ঘটনা ঘটে।

্রিন্ট

আরও সংবদ