খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

নগরীর সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৫ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৫


নগরীর সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালক শেখ সিদ্দিকুর রহমান (৫৩) নামের এক ব্যক্তি। রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে শেরেবাংলা রোডে সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ১৪৮/২, কাশেম সড়ক-২ এলাকার বাসিন্দা এবং শেখ আব্দুর সাত্তারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সিদ্দিকুর রহমান মোটর সাইকেল যোগে ময়লাপোতা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে নিরালা মোড় সংলগ্ন সেবা ক্লিনিকের সামনে তার মোটরসাইকেল একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সেবা ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা একপ্রকার জোড় করে তার মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যান।

্রিন্ট

আরও সংবদ