খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

সুন্দরবনে উদ্ধার কিশোর পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


পূর্ব সুন্দরবনের নদী থেকে উদ্ধার হওয়া কিশোর পর্যটক মাহিত আব্দুল­াহর (১৬) মরদেহ রোববার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
উলে­খ্য পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে গত শনিবার সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরসংলগ্ন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন মাহিত আব্দুল­াহ। বাবা এবং তার তিন ভাইয়ের সঙ্গে গোসলে নেমেছিলেন ওই কিশোর।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ট্যুরিস্ট নিখোঁজের পাওয়ার পর কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী এবং মোংলা সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনার পরের দিন বিকেলে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মরদেহটি। মিডিয়া কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মরদেহটি কোস্ট গার্ডের সদরদপ্তরে আনার পর আইনগত প্রক্রিয়া শেষে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ