খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

‘বাংলাদেশের নির্বাচিত সরকারেরসঙ্গে কাজ করার অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন’

খবর প্রতিবেদন |
০১:০০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ।’ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে মাইকেল মিলার এ কথা বলেন। 
ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং আকাক্সক্ষা লক্ষ্য করেছি। বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। তরুণদের আকাক্সক্ষার বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগীসহ সব পক্ষের একসঙ্গে কাজ করা উচিত।
বাংলাদেশ এখন রাজনৈতিক উত্তরণের দিকে এগোচ্ছে উলে­খ করে তিনি বলেন, আগামী ফেব্র“য়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর। গণতন্ত্রে উত্তরণে অন্তর্র্বতী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। এ ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্য দরকার।
বিদেশি বিনিয়োগের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, ‘ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। যেকোনো বিনিয়োগকারী তার বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি একটি স্থিতিশীল পরিবেশ চায়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ইইউর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলোতে আরো জোরালো ভাবে কাজ করে যাব।’

 

্রিন্ট

আরও সংবদ