খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর বিএসএফ’র

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৩ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


ভারতে আটক নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে তাদেরকে সদর থানায় পুলিশে  সোপর্দ করে বিজিবি।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মোঃ ওজিয়ার সানার ছেলে মোঃ শাহীন সানা (২৭), স্ত্রী নিলুফা খাতুন (১৯), তাদের মেয়ে শাহিনা সুলতানা (১), নওয়াবেঁকী গ্রামের মোঃ লিটু গাজীর স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম (২৯), বড়কুপট গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), জাহাঙ্গীর আলমের স্ত্রী লিপিকা খাতুন (১৬), মোঃ মিন্টু তরফদারের স্ত্রী নাজমা খাতুন (৩৪), তাদের ছেলে জিম তরফদার (১৪), বয়ারসিংহ গ্রামের আবুল কাশেমের স্ত্রী মোছাঃ ফারহানা আক্তার (২৫), তার ছেলে ফারহান ঢালী (৭), উত্তর আটুলিয়া গ্রামের নওশের আলীর মেয়ে মোছাঃ সেলিনা খাতুন (৩৮), নওয়াবেঁকী গ্রামের এরশাদ সানার মেয়ে মিস সুরাইয়া ইয়াসমিন (১০), আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের মোঃ আবুল হোসেনের স্ত্রী রাবিয়া খাতুন (২৭), তার ছেলে রিয়াদ হাসান (৩) ও সাতক্ষীরা সদর থানার আডুয়াখালী গ্রামের মোঃ দাউদ আলী শেখের স্ত্রী ফুলমতি খাতুন (৭২)।
বিজিবি সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩  ব্যাটালিয়নের অধিনস্থ তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম বাদী হয়ে সদও একটি সাধারণ ডায়েরী করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
 

্রিন্ট

আরও সংবদ