খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

রাষ্ট্রে ইসলাম চালু থাকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে সুখে শান্তিতে বসবাস করবে :গোলাম পরওয়ার

ফুলতলা প্রতিনিধি |
০১:৩৫ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের এই ছোট্ট ভ‚খন্ডে বিভিন্ন ধর্মের, বর্ণের, শ্রেণি-পেশার মানুষের বসবাস। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পরস্পর মিলেমিশে থাকে। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। অথচ কিছু মানুষ হিন্দু-মুসলিমের ভিতর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা মিথ্যা ভুয়া তথ্য অপপ্রচার প্রোপাগান্ডা তুলে দেশে-বিদেশে দেশের সুনাম নষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন আমরা একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে চাই। রাষ্ট্রে যদি ইসলাম চালু থাকে তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে। শাসকের ভিতর যদি ইসলাম থাকে কুরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে সে কখনো অন্য মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শোষণ নিপীড়ন করতে পারেনা। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশকে সুন্দর সুশৃঙ্খল কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়তে বদ্ধ পরিকর ।
রোববার রাত ৮টায় ফুলতলা উপজেলার পঠিয়াবান্ধা পূজা মন্ডপ চত্বরে ১নং ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখা আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হিন্দু শাখার সভাপতি নারায়ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল­া। সেক্রেটারি অসিত কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল­াহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মোঃ আলাউদ্দিন, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, অমরেন্দ্রনাথ সরকার, সুশান্ত কুমার বৈরাগী,  অসীত কুমার মন্ডল, জগদীশ হালদার, জগন্নাথ হালদার, প্রবীর হালদার, রিপন কুমার বৈরাগী, হৃদয় হালদার, নবকুমার বৈরাগী, অভিমন্যু মন্ডল, আতিয়ার রহমান শেখ, নৃপেন্দ্রনাথ মন্ডল, বিকাশ বিশ্বাস, অমিত কুমার মন্ডল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ