খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

নতুন বাজার মৎস্য ব্যবসায়ীদের দোয়া পূর্ব আলোচনা

১৫ বছরে খুলনা অঞ্চলের হিমায়িত মৎস্য রপ্তানি খাত ধ্বংস করেছে আ’লীগ : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, গত ১৫ বছরে খুলনা অঞ্চলের হিমায়িত মৎস্য রপ্তানি খাত ধ্বংস করেছে আওয়ামী লীগ। জাতীয় রপ্তানি আয়ের দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা এ রপ্তানিখাতকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে আওয়ামী সরকার। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাদা সোনাখ্যাত রপ্তানির অপার সম্ভাবনাময় উৎসটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আসন্ন নির্বাচনের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনা অঞ্চলের হিমায়িত মৎস্য রপ্তানিখাতকে পরিবেশ বান্ধব করে সচল করার হবে।
গতকাল সোমবার নতুন বাজার মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মৃত মৎস্য ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন মিন্টু কাজী, ২২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস এম নুরুল আলম দিপু ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল, মফিজুল সরদার, কামাল হোসেন, মনজুর শাহিন রুবেল, নাইম হাসান হাসিব, মোঃ শহিদুল ইসলাম, শাহারুজ্জামান মুকুল, আলী আকবর, নজরুল ইসলাম নান্না, মোঃ বাদশা, মোঃ মহরাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, এবাদুল ইসলাম জহির শেখ, সাইফুল ইসলাম, মোঃ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ