খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

বলিউড তারকা সোনু সুদের বিরুদ্ধে জুয়া-কাণ্ডের অভিযোগ, ইডির তলব

খবর বিনোদন |
০৪:১৫ পি.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


অভিনেতার পাশাপাশি মানবতার দেয়াল হিসেবে পরিচিত বলিউড তারকা সোনু সুদ। অসহায় মানুষের পাশে সবার আগে দাঁড়ান তিনি। এবার এ অভিনেতার গায়ে লাগল কালিমা। অনলাইন জুয়া-কাণ্ডের একটি অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে তলব করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত টাকার বিনিময়ে, তারকাদের কত বছরের চুক্তি হয়েছিল? তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে এই ধরনের নানা তথ্যই অভিনেতার কাছ থেকে জানতে চাইতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত বছর থেকে এই বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকার পাশাপাশি ক্রিকেটারদেরও আইনি জটিলতায় পড়তে হয়েছে। তালিকায় বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে।

গত জুন মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা। জানা গেছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই এবার ডাক পড়ল সোনু সুদের। আগামী ২৪ সেপ্টেম্বর দিতে হবে হাজিরা।

এদিকে এর আগে ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দিয়েছেন টলিউড তারকা মিমি চক্রবর্তী। টানা ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে তার। অভিনেত্রীও উত্তর দিয়েছেন। তাতে সন্তুষ্ট হয়েছে ইডি। 

্রিন্ট

আরও সংবদ