খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

শার্শায় চাঁদার টাকা না পেয়ে চালককে মারধর, প্রাইভেটকার ভাঙচুর

শার্শা (যশোর) প্রতিনিধি |
১১:৩০ পি.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের প্রাইভেটকার স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় দু’যুবকের বিরুদ্ধে। চাঁদার টাকা না দেওয়ায় গাড়ি ভাঙচুর ও মারধরের শিকার হয়েছেন আব্দুল কুদ্দুস (২৩) নামে এক প্রাইভেটকার চালক। এ ঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসতপুর গ্রামের অহেদ বক্সের ছেলে আব্দুল কুদ্দুস (২৩) দীর্ঘদিন ধরে বাগআঁচড়া বাজারে প্রাইভেটকার স্ট্যান্ডে গাড়ি রেখে যাত্রী পরিবহন করতেন। কিছুদিন যাবৎ বাগআঁচড়া গ্রামের আকবরের ছেলে তারেক ও কলারোয়া উপজেলার চারা বটতলা গ্রামের মোজাম্মেলের ছেলে আলম (৪৫) তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।
এরই জেরে মঙ্গলবার দুপুরে আব্দুল কুদ্দুস স্ট্যান্ডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকাকালে অভিযুক্ত তারেক চাঁদার টাকা দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারেক দৌড়ে এসে চালকের গলা চেপে ধরে এলোপাতাড়ি মারধর করে। এসময় অপর অভিযুক্ত আলম মোটরসাইকেল নিয়ে এসে কুদ্দুসের গাড়ি আটকে দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে তারা ইট দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে এবং গাড়িতে ভাঙচুর চালায় এবং কুদ্দুসকে এলোপাতাড়ি মারধর করে। এতে কুদ্দুস গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী কুদ্দুস বলেন দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না। দাবিকৃত টাকা না দিলে আমাকে খুন-গুম করতে পারে বলে আমি আশঙ্কা করছি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ