খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কেসিসির সাথে মতবিনিময় নগর স্বেচ্ছাসেবক দলের

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমানের সাথে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন নগরীর ৩১টি ওয়ার্ডে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর সংকট ও যথাযথ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক, এলাকা ও খেলার মাঠ পানিতে তলিয়ে যায়। পাশাপাশি উন্মুক্ত স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নগরবাসীকে মারাত্মক জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। 
নেতৃবৃন্দ আরও বলেন হাইকোর্টের নির্দেশে দীর্ঘদিন ধরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ থাকায় পথকুকুরের উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে নগরীর ৩১টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদারে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। এছাড়া নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 
সংগঠনের আহŸায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজের নেতৃত্বে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়কবৃন্দ যথাক্রমে আহমেদ সিরাজী রুবেল, মাহামুদুল হক টিটু, শেখ মোঃ মিরাজ হোসেন, মিরাজ শাহীন শুভ, আফজাল ফরাজি, মঞ্জুর শাহীন রুবেল, মোঃ নাঈম হাসান হাসিব, সিফাত আহমেদ রিকি সদস্য আব্দুল­াহ আল মামুন ও মোঃ রাশেদ নেওয়াজ উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ