খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি খুলনার জুলাই সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনার জুলাই-২০২৫ সেশন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বেলা দেড়টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মেজর (অবঃ) আহসানুল হাসান, ইংরেজি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেহেদী রহমান রানা, বিবিএ ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাজী সাবিক আল ইউনিস, সিএসই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মুরসালিনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তাওহিদ আল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আহসান হাবিব ও সিএসই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

্রিন্ট

আরও সংবদ