খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়ির সামনে বিস্ফোরণ, নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়ীর সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় নিজ বাড়ীর সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা অতর্কিত বিস্ফোরণের ঘটনা ঘটায়। অবিলম্বে বিস্ফোরণকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত্ব, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর স¤প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে বিএনপি নেতা আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়ীতেই অবস্থান করছিলেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

্রিন্ট

আরও সংবদ