খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

খবর প্রতিবেদন |
১২:৫৮ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে স্পট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।
তবে ২০২৬ সালে প্রতি আউন্স চার হাজার ডলারের মাইলফলক অতিক্রম করার আগে একটি সুস্থ সংশোধনীর সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, এ ক্ষেত্রে দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে। তবে মূল বিষয় হলো, ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে, এমনটা প্রত্যাশা।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহŸান জানান।
সুইসকোট ব্যাংকিং গ্র“পের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা স্বর্ণের বাজারকে আরও সমর্থন করছে।
স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন।
তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাক্সক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে স্বর্ণ আরও ওপরের দিকে যাবে।
 

্রিন্ট

আরও সংবদ