খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে সিদ্ধান্ত

নেপালে জেন-জি বিক্ষোভে নিহতদের ‘শহিদ’ ঘোষণা

খবর প্রতিবেদন |
০১:১২ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


নেপালে জেন-জি আন্দোলনের সময় নিহতদের শহিদ ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। পাশাপাশি শহিদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কার্কি সরকার। এখন থেকে আন্দোলনে নিহতদের জেন-জি শহিদ হিসাবে আখ্যায়িত করা হবে। সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
গত সপ্তাহে জেন-জি তরুণদের ডাকা সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে শত শত মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল সাংবাদিকদের জানান, নিহতদের শহিদ ঘোষণা করা হয়েছে। ঐতিহ্য অনুসরণ করে, সরকার প্রতিটি শোকাহত পরিবারকে দশ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ মেটাতে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা দেবে। ১২ সেপ্টেম্বর সুশীলা কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক। সোমবার এর আগে তিনজন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।
আরিয়াল আরও বলেন, নিহতদের শেষকৃত্য জাতীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং ১৭ সেপ্টেম্বর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক দিবস পালিত হবে। সরকার নিজ খরচে শহীদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যন্ত জেলা থেকে আসা ব্যক্তিদের পরিবহন এবং বিমান ভ্রমণের খরচ বহন করা হবে। তিনি আরও বলেন, জেন জি বিক্ষোভের সময় বলপ্রয়োগের তদন্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে কার্কি সরকার।
ক্ষতিপূরণ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
আলাদাভাবে নেপাল পুলিশ ঘোষণা করেছে, তারা জেন জি বিক্ষোভের সময় নিহত পুলিশ কর্মীদের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেবে। নেপাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ প্রধানসহ সকল পদের বেতন কেটে এই সহায়তা তহবিল গঠন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়াল আরও বলেন, জে জি আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে। কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি। তবে এর পূর্ণাঙ্গ গঠন এখনও চূড়ান্ত হয়নি। তিনি জেন জি স্মরণে একটি ‘জেন জি জাগরণ স্মৃতি উদ্যান’ তৈরির ঘোষণাও দেন এবং বলেন যে, উপযুক্ত স্থানের জন্য অনুসন্ধান চলছে।
সোমবার সকালে রাষ্ট্রপতির কার্যালয় শীতল নিবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত তিনজন মন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল অর্থমন্ত্রী হিসেবে রমেশ্বর খানাল, জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আরিয়ালকে শপথবাক্য পাঠ করান।
ঘিসিং ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়েরও নেতৃত্ব দেবেন, অন্যদিকে আরিয়ালকে আপাতত আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ