খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল জাতিসংঘের তদন্ত কমিশন

খবর প্রতিবেদন |
০১:১৩ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। এই গণহত্যায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইসরাইল। পাশপাশি, তদন্ত কমিশনকে বিলুপ্তির দাবিও জানিয়েছে দেশটি। সব সময়ই এই কমিশনের বিরোধিতা করে আসছে ইসরাইল।
তদন্ত সংস্থাটির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হামাসের সাথে যুদ্ধ শুরু হবার পর থেকে আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত পাঁচ ধরনের গণহত্যার মধ্যে চারটিই করা হয়েছে বলে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করার অপরাধ করেছে ইসরাইল। 
ইসরাইলি নেতাদের বিবৃতি এবং ইসরাইলি বাহিনীর আচরণের ধরণকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসাবে উলে­খ করেছে জাতিসংঘের তদন্ত কমিশন। এই কমিশনের প্রধান নাভি পিল­াই বলেছেন, গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনো সংঘটিত হচ্ছে। এসব নৃশংস অপরাধের দায় ইসরাইলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়। যারা গত দুই বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন। যেটির নির্দিষ্ট লক্ষ্য হলো ফিলিস্তিনিদের ধ্বংস করা।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রতিবেদনটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, এটিকে বিকৃত এবং মিথ্যা বলে নিন্দা করেছে। এছাড়া তদন্ত কমিশনকে বিলুপ্তের দাবিও জানিয়েছে তারা। তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে নিয়ে ইসরাইল ব্যাপক সমালোচনা করে থাকে।
জাতিসংঘের তদন্ত কমিশন এমন সময়ে এই প্রতিবেদন প্রকাশ করলো যখন ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইলি সেনারা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা শুরু করেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দু’টি ডিভিশন। এ দুই ডিভিশনে হাজার হাজার সেনা রয়েছে। স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরাইল। ফলে কার্যত জ্বলছে গাজা।

্রিন্ট

আরও সংবদ