খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৩ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে আজ বুধবার নগরীর বিভিন্ন পূজামন্দিরসহ বিভিন্ন স্থানে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে।
বিশ্বকর্মা পূজার উৎপত্তি প্রাচীন গ্রন্থ এবং ধর্মগ্রন্থগুলিতে পাওয়া যায়, যেখানে ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের স্থপতি হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি তাঁর অতুলনীয় দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শন করে মহৎ প্রাসাদ এবং স্বর্গীয় যানবাহন নির্মাণের জন্য কৃতিত্বপ্রাপ্ত। সময়ের সাথে সাথে, এই উৎসবটি বিকশিত হয়েছে, কারিগর, প্রকৌশলী এবং শ্রমিকদের তাদের সরঞ্জাম এবং কাজের জন্য আশীর্বাদ প্রার্থনা করার দিন হয়ে উঠেছে, তাদের প্রচেষ্টায় সাফল্য এবং সুরক্ষা নিশ্চিত করে। 
ধর্মীয় সংবাদ পরিবেশক তপা হালাদার জানান, খুলনা রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির, হেলাতলা স্বর্ণ পট্টি, বাজার কালীবাড়ী মন্দিরসহ হেলাতলা, বিভিন্ন মার্কেট কমিটি, খুলনা সদর থানার মোড়ের সেলুন মালিক ও কারিগরেরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী বিশ^কর্মা পূজা পালন করবে।
খুলনা বাজার কালীবাড়ী মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত  কুমার কুন্ডু, সাংবাদিক তপা হালাদার, সত্য নারায়ন মন্দিরের সেবায়েত গোপী কিষণ মুন্ধরা, সুরেশ চক্রবর্তী, সাংবাদিক অমিয় কান্তি পাল, সাংবাদিক দিলীপ বর্মন উজ্জ্বল ব্যানার্জীসহ ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ