খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতি সভা

বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না : মন্টু

খবর বিজ্ঞপ্তি |
০১:২৭ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি সংখ্যালঘু তত্তে¡ বিশ্বাস করে না। বাংলাদেশের ভূখন্ডে ভূমিষ্ঠ হওয়া প্রতিটি নাগরিকই জন্মসূত্রে বাংলাদেশী। এটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানেই প্রতিটি নাগরিককে সমাধিকার নিশ্চিত করেছেন। উদার গণতন্ত্রমনা মুক্তিযুদ্ধের অস¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিএনপি বিশ্বাস করে, সকল স¤প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ উদ্যাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদানে করণীয় নির্ধারণে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেনি, অস¤প্রদায়িক চেতনাকেই লালন করেনি; অথচ আজ তারাই নানান মন ভুলানো কথায় সনাতনীদের কাছে টানছেন। ধর্মভিত্তিক রাজনীতির আড়ালে মানুষের সাথে প্রতারণা করাই তাদের রাজনৈতিক প্রধান উপজীব্য। এদের থেকে সকলকে সচেতন থাকতে আহবান জানিয়েছেন তিনি। আওয়ামী ফ্যাসিবাদ ও স্বাধীনতা বিরোধী শক্তিকে একসাথে মোকাবেলা করে আগামী নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠায় বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু।
আসন্ন শারদীয় দুর্গা পূজার সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির পাশাপাশি স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীও স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, এস এম শামীম কবীর, গাজী তফসীর আহমেদ ও জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য মলি­ক আব্দুস সালাম, সুলতান মাহামুদ, জিএম রফিকুল হাসান, আশরাফুল ইসলাম নূর ও মোল­া রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা জি এম হারুন অর রশিদ ও আবুল বাশার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ