খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

৬ থেকে ৩ দফা দাবিতে সড়ক না ছাড়ার হুঁশিয়ারি টেকনিক্যাল শিক্ষার্থীদের

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


টেকনিক্যাল শিক্ষার্থীরা তেজগাঁও সাত রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে ৬ দফা দাবি থেকে তিন দফা দাবিতে সংকুচিত হয়ে নতুনভাবে আন্দোলন শুরু করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে বড় ধরনের অসুবিধা দেখা দেয়।

টেকনিক্যাল শিক্ষার্থীরা মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো এবং জবাই করে হত্যার হুমকির ঘটনায় দ্রুত বিচার দাবি করছে। তাদের নতুন তিন দফা দাবির মধ্যে প্রথমটি হলো, এই হত্যার হুমকির সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবিতে তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের মতে, এসব দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং বিরূপ প্রভাব ফেলছে।

তৃতীয় দফায় টেকনিক্যাল শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে। তারা বলেছে, আগের ছয় দফার যেসব দাবি এখনও বাস্তবায়িত হয়নি, তা দ্রুত পূরণ করতে হবে।

তাদের সড়ক অবরোধে তেজগাঁও এলাকার যানজট সৃষ্টি হওয়ায় স্থানীয় ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য এ প্রতিবাদ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে।

্রিন্ট

আরও সংবদ