খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

সুপার ফোরে যেতে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে

ক্রীড়া প্রতিবেদক |
০২:১২ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপের ১৭তম আসরে জীবন রেখেই বাঁচা, এই মিশনে আফগানিস্তানকে হারিয়ে প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের টিকিট এখনো নিশ্চিত নয়। সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচ, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের দিকে।

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমাধান, শ্রীলঙ্কার জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হওয়া। এমন হলে কোনো জটিল সমীকরণে যেতে হবে না; ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি পাড়ি জমাবে সুপার ফোরে।

কিন্তু যদি জিতে যায় আফগানিস্তান? তাহলে খুলে যাবে এক গাণিতিক ধাঁধার দরজা। কেননা তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান ৪। তখন এগিয়ে আসবে নেট রান রেটের ভয়াল হিসাব, যেখানে আফগানদের বর্তমান সূচক +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬, আর বাংলাদেশের -০.২৭০।

কী হতে পারে সম্ভাব্য চিত্র?
আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, শ্রীলঙ্কা যদি ১২৮ রান করতে পারে, তাহলেই সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের।

আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে করতে হবে কমপক্ষে ৮৪ রান।

আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে, আফগানদের জয়টা হতে হবে ১১-১২ ওভারের মধ্যেই, তবেই সম্ভব বাংলাদেশের সুপার ফোরে ঠাঁই পাওয়া।

এমন উত্তেজনার মাঝেই শেষ চারের পথে হাঁটছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন শুধু এক জায়গায় শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে।

্রিন্ট

আরও সংবদ